
গাজীপুরের কালীগঞ্জে মাদকের বিস্তার রোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায়, শুক্রবার মধ্যরাতে কালীগঞ্জ থানা পুলিশ পৃথক দুটি অভিযান পরিচালনা করে ৬০০ গ্রাম গাঁজাসহ দুই কুখ্যাত মাদক কারবারিকে আটক করেছে। কালীগঞ্জ পৌরসভার তুমুলিয়া এবং মুনসেফপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, কালীগঞ্জ পৌরসভার তুমুলিয়া গ্রামের মৃত নাজি উদ্দিন মোল্লার ছেলে মো. সাহেদ মোল্লা (৩৫) এবং একই পৌরসভার মুনসেফপুর গ্রামের মৃত আব্দুল কলুমুসুদ্দিন মিয়ার ছেলে আব্দুল লতিফ (৬৭)।
শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, তুমুলিয়া ও মুনসেফপুর এলাকায় দুইজন ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। তারা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সেবী হিসেবে পরিচিত। এই তথ্যের সত্যতা যাচাই শেষে শুক্রবার মধ্যরাতে কালীগঞ্জ থানা পুলিশের দুটি চৌকস দল একযোগে দুটি স্থানে অভিযান পরিচালনার জন্য প্রস্তুতি নেয়।
পরিকল্পনা অনুযায়ী, পুলিশের একটি দল তুমুলিয়া এলাকায় অভিযান চালিয়ে মো. সাহেদ মোল্লাকে আটক করে এবং তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা জব্দ করে। প্রায় একই সময়ে, পুলিশের অপর একটি দল মুনসেফপুর এলাকায় অভিযান চালায়। সেখানে আওলাদ হোসেন নামের এক ব্যক্তির ভাড়া বাসা থেকে আব্দুল লতিফকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলেও সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। পরে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, "মাদকের ব্যাপারে আমরা 'জিরো টলারেন্স' নীতি অবলম্বন করছি। এই অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না, সে যত বড় প্রভাবশালীই হোক না কেন। মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে চলবে।"
তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে গাজীপুর জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। এই ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং পুলিশের এই ধরনের অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
সর্বশেষ খবর