
কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারীকে আটক করেছে র্যাব-১৫। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে তিন মাদক কারবারি।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় সাদ্দাম, মহিউদ্দিন ও হেলাল উদ্দিনের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এসময় মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করলে মাহমুদা খাতুন (৫৯) ও সাজেদা বেগম সাজু (১৯) নামে দুই নারীকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সাদ্দাম হোসাইন, মহিউদ্দিন ও হেলাল উদ্দিনের বাড়িতে তল্লাশি চালিয়ে ৮৯ হাজার ৬০০ পিস ইয়াবা, ইয়াবা বিক্রিলব্ধ ১৬ লাখ ৭১ হাজার ৮৩০ টাকা, ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ২টি পাসপোর্ট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করত। র্যাব-১৫ জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবা ও নগদ টাকাসহ আটককৃত এবং পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর