
বরগুনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৩৫০ জন।
বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ জানান, গত ২৪ ঘণ্টায় বরগুনা সদর উপজেলায় ২৩ জন, আমতলীতে ৩ জন, বেতাগীতে ২ জন, বামনায় ৩ জন, তালতলীতে ১ জন এবং পাথরঘাটায় ১ জন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। বর্তমানে জেলায় ১০৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ৬৯ জন, আমতলীতে ৩ জন, বেতাগীতে ২ জন, বামনায় ১৬ জন, পাথরঘাটায় ১২ জন এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় ৫ হাজার ২৩৪ জন, তালতলীতে ১৪৯ জন, বামনায় ২৬৮ জন, বেতাগীতে ১২১ জন, আমতলীতে ৮২ জন এবং পাথরঘাটা উপজেলায় ৪৯৬ জন আক্রান্ত হয়েছেন।
অন্যদিকে, জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩৪ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, ৫ জনের বাড়ি পাথরঘাটা এবং ৫ জনের বাড়ি বেতাগী উপজেলায়।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর