
বারবার সাইবার হামলার শিকার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী প্যানেলের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম তার ফেসবুক আইডি ডিঅ্যাকটিভ রাখতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী (জিএস) এসএম ফরহাদ। একই ঘটনার শিকার হয়েছেন এসএম ফরহাদ এবং এজিএস প্রার্থী মহিউদ্দিন খানও।
সোমবার (৮ সেপ্টেম্বর) একটি ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান।
এসএম ফরহাদ জানান- সাদিক কায়েম, তার নিজের ও এজিএস প্রার্থী মহিউদ্দিন খানের আইডি বার বার সাইবার আক্রমণের শিকার হয়ে রিচ কমে যাচ্ছিল এবং লগআউট হয়ে যাচ্ছিল। এজন্য প্রাথমিক উপায় হিসেবে তারা নিজ নিজ আইডি আপাতত ডিঅ্যাকটিভ রেখেছেন।
তিনি বলেন, ‘আমাদের প্যানেলের অধিকাংশ প্রার্থী সাইবার অ্যাটাকের শিকার হচ্ছেন। আমাদের গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদপ্রার্থী সাজ্জাদ হোসেনের আইডিটি সাসপেন্ডেড হয়ে গেছে। আমাদের স্পোর্টস সম্পাদক প্রার্থী আরমান হোসেনের আইডিটি সাসপেন্ডেড হয়ে গিয়েছিল। পরে আমাদের কিছু ভাইয়ের সহায়তায় সেটি রিকোভার করতে সক্ষম হয়েছি।’
তিনি আরও বলেন, ‘আইডিগুলো সাসপেন্ডেড হওয়ার পর বেশ কিছু পেজ থেকে দাবি করা হচ্ছে, তারাই এই কাজগুলো করেছেন; যেটা আমাদের জন্য উৎকণ্ঠার এবং উদ্বেগের যে, রাষ্ট্র এবং প্রশাসন ডাকসুর মতো গুরুত্বপূর্ণ জায়গায় প্রার্থীদের তথ্যের প্রাইভেসি ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের নিরাপত্তা ঠিকঠাক দিতে পারেনি।’
ফরহাদের নিজের, ভিপি প্রার্থী আবু সাদিক কায়েমের এবং এজিএস প্রার্থী মহিউদ্দিন খানের আইডি বারবার আক্রমণের শিকার হয়ে রিচ কমে গেছে এবং বারবার লগআউট হয়ে যাচ্ছিলো বলেও জানান ফরহাদ। একারণেই প্রাথমিক উপায় হিসেবে তারা নিজ নিজ আইডি আপাতত ডিঅ্যাকটিভ রেখেছেন।
ফরহাদ বলেন, এভাবে সামাজিক মাধ্যমে কিংবা সাধারণ মানুষের থেকে বিচ্ছিন্ন রেখে কারা ফায়দা লুটতে চায়, এটা আমাদের কাছে বড় চিন্তার কারণ। আমাদের প্রার্থীদের যে ভিকটিম করা হচ্ছে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সঠিক বিবেচনা করবে এবং আগামীকাল নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে যারা ডাকসুকে বানচাল করতে চায় তাদেরকে সঠিক জবাব দেবে।
এর আগে ঢাবি শাখা ছাত্রদলের দফতর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী জানান, ডাকসু ও হল সংসদ নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী মো. আবিদুল ইসলাম খানের ফেসবুক আইডিটি বার বার সাইবার আক্রমণ করে ডিজেবল করা হয়েছে।
নির্বাচনে পরাজয়ের শঙ্কা থেকে জনপ্রিয় প্রার্থীদের বিরুদ্ধে সাইবার অ্যাটাক করা হচ্ছে। সাইবার অ্যাটাকের বিরুদ্ধে আগামীকালকে আমাদের শিক্ষার্থীরা ব্যালট অ্যাটাক দেবে।
রার/সা.এ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর