
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হচ্ছে। বহুল প্রতীক্ষিত এ নির্বাচন হচ্ছে ছয় বছর পর। সকাল ৮টা থেকে শুরু হওয়া নির্বাচনের ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরপর গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে।
এবার ডাকসুর ২৮ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন এবং সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২১৭ জন। অন্যান্য সম্পাদক পদগুলোতেও প্রার্থী হয়েছেন অনেকে।
অন্যদিকে ১৮টি হলে ১৩টি পদে মোট ১ হাজার ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সর্বাধিক প্রার্থী রয়েছেন অমর একুশে হলে ৭৬ জন এবং সর্বনিম্ন প্রার্থী রয়েছেন শামসুন নাহার হলে ৩৫ জন।
ভোট প্রক্রিয়া: এবার ডাকসু নির্বাচনে পাঁচ পৃষ্ঠার ব্যালট ব্যবহার হবে, আর হল সংসদের ব্যালট হবে এক পৃষ্ঠার। ভোটাররা অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) শিটে ভোট দেবেন। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো ব্রেইল পদ্ধতির ব্যালটের ব্যবস্থা করা হয়েছে। একজন ভোটার গড়ে ১০ মিনিটে প্রায় ৪১ ভোট প্রদান করতে পারবেন।
ভোটকেন্দ্রে প্রবেশের পর শিক্ষার্থীদের পরিচয় নিশ্চিত করতে হবে। প্রথম বর্ষের শিক্ষার্থীরা লাইব্রেরি কার্ড বা পে-ইন স্লিপ দেখাবেন। অন্য বর্ষের শিক্ষার্থীরা হল আইডি কার্ড, বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড অথবা লাইব্রেরি কার্ড দেখাতে পারবেন। এরপর আঙুলে অমোচনীয় কালি লাগিয়ে, ভোটার তালিকায় স্বাক্ষর করে ব্যালট সংগ্রহ করতে হবে। ভোটাররা গোপন কক্ষে গিয়ে পছন্দের প্রার্থীর ঘরে ক্রস চিহ্ন দিয়ে ব্যালট বাক্সে জমা দেবেন। ডাকসু ও হল সংসদের জন্য আলাদা ব্যালট বাক্স থাকবে।
ভোটকেন্দ্র: মোট ৮টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। এর মধ্যে রয়েছে- কার্জন হল কেন্দ্র, শারীরিক শিক্ষা কেন্দ্র, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব, সিনেট ভবন, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ, ভূতত্ত্ব বিভাগ এবং ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ।
প্রতিদ্বন্দ্বী প্যানেল: এবার মোট ১১টি প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে। এর মধ্যে রয়েছে- ছাত্রদল সমর্থিত ‘আবিদ-হামিম-মায়েদ’ প্যানেল, শিবিরের ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’, গণতান্ত্রিক ছাত্রসংসদ সমর্থিত ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’, বামজোটের ‘প্রতিরোধ পর্ষদ’, ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত ‘সচেতন শিক্ষার্থী সংসদ’, ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ডাকসু ফর চেঞ্জ’, স্বতন্ত্র ও আংশিক প্যানেলসহ আরও কয়েকটি জোট।
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুযায়ী প্রতি বছর ডাকসু ও হল সংসদ নির্বাচন হওয়ার কথা থাকলেও স্বাধীনতার পর থেকে খুব কমবারই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শতবর্ষী ঢাবিতে এবার নবমবারের মতো ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১৯ সালে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর