
ঠাকুরগাঁওয়ে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের নিয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ধান বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট (IFPRI) হারভেস্টপ্লাস প্রোগ্রামের রিঅ্যাক্টস-ইন প্রকল্পের আয়োজনে শহরের গোবিন্দনগর এলাকায় অবস্থিত ইএসডিও'র প্রধান কার্যালয়ে ওই প্রশিক্ষণটি প্রদান করা হয়।
প্রশিক্ষণে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ, রাণীশংকৈল ও সদর উপজেলার ২৫ জন এগ্রো ডিলার ও বীজ ডিলার অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে প্রধান রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. মাজেদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন কৃষিবিদ মো. শাহিনুল কবির, প্রজেক্ট ম্যানেজার, হারভেস্টপ্লাস বাংলাদেশ। ইএসডিও রিয়েক্টস-ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মো. আশরাফুল আলম, পিসি মো. কামরুল ইসলাম ও প্রজেক্ট অফিসার মো. মিজানুর রহমান।
দিনব্যাপী এই প্রশিক্ষণে মানবদেহে জিংকের উপকারিতা, অভাবজনিত লক্ষণ ও জিংকের ঘাটতি মেটানোর উপায়সহ জিংক সমৃদ্ধ ধান ও গমের বিভিন্ন জাত, তাদের উৎপাদন প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং তারা প্রশিক্ষণের এই অর্জিত জ্ঞান জিংক ধান বীজ ও গম বীজ বিক্রির ক্ষেত্রে সঠিকভাবে প্রয়োগের মাধ্যমে বীজ বিক্রির পরিমাণ আরও বৃদ্ধি করতে পারবেন এবং সহজেই চাষীদের হাতের নাগালে পৌঁছাতে পারবেন বলে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ হন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর