
যে কোনো সভা, সমাবেশ, মানববন্ধন কর্মসূচি পালনে কর্তৃপক্ষের অনুমতির পরামর্শ দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রশাসনের এমন সিদ্ধান্তকে প্রহসন আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ছাত্র-উপদেষ্টা অফিসে তালিকাভূক্ত সংগঠন/সমিতি/ ক্লাব ব্যতীত অন্য কোনো সংগঠন বা সমিতির নামে ক্যাম্পাসে কোনো প্রকার সভা, সমাবেশ, মানববন্ধন বা অন্য কোনো কর্মসূচি পালন না করতে পরামর্শ দেওয়া হল। তবে তালিকাভূক্ত হতে চাইলে উক্ত সংগঠনের উপদেষ্টা পরিষদের তালিকা, গঠনতন্ত্র ও পূর্ণাঙ্গ কমিটি (উপদেষ্টা পরিষদের স্বাক্ষরসহ) ছাত্র-উপদেষ্টা অফিসে জমা দিতে হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।
এ নিয়ে আলোচনা-সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিচ্ছেন শিক্ষার্থীরা। চয়ন নামে এক শিক্ষার্থী এক পোস্টে লিখেছেন, “সভা, সমাবেশ ও মানববন্ধন প্রয়োজনের তাগিদেই হয়ে থাকে। সংগঠন বা সমিতি ছাড়া কেউ যৌক্তিক বিষয়ে এগুলো করতে পারবে না? এটি স্বৈরাচারী সিদ্ধান্ত বলে মনে করছি।”
আরেক শিক্ষার্থী রাহাত আব্দুল্লাহ লিখেছেন, “কতটা দেউলিয়া মনোভাব লালন করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন নোটিশ দিতে পারে? বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী কোনো সংগঠন, সমিতি বা ক্লাবের সঙ্গে যুক্ত নন, তারা কি যৌক্তিক দাবিতে মানববন্ধন করতে পারবেন না? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পছন্দমতো না বললে কি এভাবেই বাঁধা দেওয়া হবে?”
শিক্ষার্থী ত্বকী ওয়াসিফ লিখেছেন, “আন্দোলন করলে কী কী দাবি দিতে হবে, কী কী স্লোগান হবে, কী কথা বলা যাবে, এটাও আপনারাই ঠিক করে দিন, প্লিজ।”
এছাড়া শাখা শিবিরের সভাপতি মাহমুদুল হাসান মন্তব্য করেছেন, “ভালো পরামর্শ। তবে শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ে পিছপা হবে না, তারা সংখ্যায় একজন হলেও।”
এ বিষয়ে ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলামকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। এ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী বলেন, “এ বিষয়ে আমি কিছুই জানি না।”
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর