
কুমিল্লার বুড়িচং সদরের সোনালী ব্যাংকের অভ্যন্তরে এক নারী গ্রাহকের নাকে-মুখে ‘শয়তানের নিঃশ্বাস’ (স্কোপোলামিন) ছিটিয়ে ঋণের কিস্তির নগদ লক্ষাধিক টাকা ছিনতাই করে নিয়ে গেছে একটি প্রতারক চক্র।
১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে ভুক্তভোগী নারী গ্রাহক মোসাম্মৎ সামসুন নাহার (৪৫) বুড়িচং থানায় এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ১০ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টার দিকে বুড়িচং সদরের ইসলাম কমপ্লেক্সে অবস্থিত সোনালী ব্যাংকের ক্যাশ কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সামসুন নাহার পীরযাত্রাপুর ইউনিয়নের জব্বার মৌলভী বাড়ির মো. আব্দুল মালেকের স্ত্রী।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, মোসাম্মৎ সামসুন নাহারের এক ছেলে ও দুই ভাই সৌদি আরবে কর্মরত। বাংলাদেশে থাকা অবস্থায় তাঁর ১৫ লাখ টাকা ঋণ ছিল। বিদেশ থেকে পাঠানো ঋণের কিস্তির টাকা পরিশোধ করার জন্য তিনি বাড়ি থেকে চেক নিয়ে বুধবার সকালে বুড়িচং সোনালী ব্যাংকে টাকা উত্তোলন করতে যান। ১ লক্ষ ৭৪ হাজার টাকা উত্তোলনের পর টাকা গণনার সময় অপরিচিত ৪-৫ জনের একটি প্রতারক চক্র গ্রাহক সেজে সামসুন নাহারের পাশে এসে দাঁড়ায়। তখনই ‘শয়তানের নিঃশ্বাস’ (স্কোপোলামিন) ওই নারী গ্রাহকের নাকে-মুখে ছিটিয়ে দেওয়া হয়। এরপর থেকেই ওই গ্রাহক পুরোপুরি ওই প্রতারক চক্রের নিয়ন্ত্রণে চলে যান এবং অভিনব কৌশলে প্রতারকরা টাকাগুলো নিয়ে নেয়। কিস্তির টাকা খোয়া যাওয়ায় বর্তমানে ওই নারী গ্রাহক দিশেহারা।
থানায় অভিযোগের পর বুড়িচং থানা পুলিশ সোনালী ব্যাংকে গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং প্রতারক চক্রের সদস্যদের ধরতে তৎপরতা চালাচ্ছে। এ বিষয়ে বুড়িচং সোনালী ব্যাংকের ম্যানেজার জহুর আহমেদ ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, "ব্যাংকের এক নারী গ্রাহকের টাকা নিয়ে গেছে একটি প্রতারক চক্র। ব্যাংকের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ৪-৫ জনের একটি প্রতারক চক্রের হাতে গ্রাহক নারী স্বেচ্ছায় টাকা তুলে দিচ্ছেন। কিছুদিন আগেও কংশনগর সোনালী ব্যাংকে এক পুরুষ গ্রাহকের সাথে এমন ঘটনা ঘটেছে।" এই প্রতারক চক্রকে ধরিয়ে দিতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, "অভিযোগ পেয়ে পুলিশ ব্যাংকে গিয়েছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। আমরা এ বিষয়ে কাজ করছি। অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।" এই প্রতারক চক্রকে ধরতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর