
পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা মুল্যের গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে রাজবাড়ীর কালুখালীতে র্যাব-১০ কর্তৃক গ্রেপ্তার ও মাদক বহনে মাইক্রোবাস জব্দ করেছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, মেহেরপুর জেলা সদরের শোলমারী গ্রামের আব্দুল বারীর ছেলে মোঃ তোফাজ্জল (৪৫), দিঘীরপাড় গ্রামের মোঃ রেজাউল ইসলামের ছেলে মোঃ রিজন (২১)।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সোয়া ২.১৫ টার সময় র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার কালুখালী থানার বোয়ালিয়া ইউনিয়নের সোনাপুর মোড় সংলগ্ন ভাবীর হোটেলের সামনে অভিযান পরিচালনা করে। রাজবাড়ী -কুষ্টিয়া হাইওয়ে রাস্তার চেকপোস্ট স্থাপন করে তল্লাশী কার্যক্রম পরিচালনা করার সময় মেহেরপুর থেকে আসা একটি মাইক্রোবাস হতে পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা মূল্যমানের ১৯ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। মাইক্রোবাসটি জব্দ করা হয়।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া) সিনিঃ সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা সহ কালুখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর