
নাটোরের বাগাতিপাড়া উপজেলার বেগুনিয়া গ্রামের গৃহবধূ আন্নি খাতুন (২১)-এর মৃত্যু ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে। এ ঘটনায় স্বামীসহ পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন নিহতের ভাই। শুক্রবার রাতে বাগাতিপাড়া মডেল থানায় এজাহার জমা দেওয়া হয়।
এজাহারে উল্লেখ করা হয়েছে, প্রায় দুই বছর আগে উপজেলার বেগুনিয়া গ্রামের পরশ মণ্ডলের সঙ্গে আন্নির বিয়ে হয়। বিবাহের পর থেকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন বিভিন্ন সময়ে তার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাতেন। পরিবার অভিযোগ করছে, মাঝে মধ্যে আন্নি শারীরিকভাবে আহত হতেন এবং মানসিকভাবে অস্থির থাকতেন।
বাদীর দাবি অনুযায়ী, গত ৯ সেপ্টেম্বর ভোরে শ্বশুরবাড়ির সদস্যরা তাকে মারধর করেন এবং জোরপূর্বক কীটনাশক খাওয়ান। গুরুতর অবস্থায় প্রথমে তাকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তিন দিন চিকিৎসাধীন থাকার পর ১২ সেপ্টেম্বর ভোররাতে আন্নির মৃত্যু হয়।
নিহতের ভাই মো. বোরহানুল ইসলাম বলেন, “আমার বোন মৃত্যুর আগে হাসপাতালে ঘটনার বিস্তারিত আমাকে জানিয়েছে। আমি সেই কথোপকথন মোবাইলে রেকর্ড করেছি। আমরা চাই এই ঘটনায় দ্রুত ও ন্যায়সঙ্গত তদন্ত করে দোষীদের বিচার করা হোক।”
বাগাতিপাড়া মডেল থানার ওসি (তদন্ত) নাজনিন আখতারি মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, “নিহতের ভাই বাদী হয়ে স্বামীসহ কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। মামলাটি দায়ের হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর