
দেশের বিউটি ও লাইফস্টাইল স্টোর ‘সুন্দরা’তে ৩ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত বর্ষপূর্তি উপলক্ষে নির্দিষ্ট পণ্যে থাকছে সর্বোচ্চ ৭০% পর্যন্ত ছাড়! ৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে সুন্দরার স্টোরগুলোতে পাওয়া যাবে- পারফিউম, স্কিনকেয়ার, মেকআপ ও লাইফস্টাইল প্রোডাক্টের বিশাল সংগ্রহ। MAC, Tom Ford, Jimmy Choo, Prada, Carolina Herrera, Yankee Candle সহ এখানে রয়েছে বিশ্বের ১০০ টিরও বেশি নামকরা ব্র্যান্ড।
শুধু তাই নয়, সুন্দরা টয়েস স্টোরে- LEGO, Crayola, Hot Wheels, Barbie সহ ছোট-বড় সবার জন্য রয়েছে জনপ্রিয় ব্র্যান্ডের খেলনা ও কালেকশন। কেনাকাটা করতে ভিজিট করুন- sundora.com.bd অথবা সুন্দরার বনানী, গুলশান, যমুনা ফিউচার পার্ক ও ধানমন্ডি শোরুমে।
প্রতিষ্ঠানটির রিটেইল মার্কেটিং লিড মুনাওয়ার চৌধুরী বলেন, এই সুবর্ণ মুহূর্ত পর্যন্ত যে সকল ক্রেতা আমাদের সাথে ছিলেন তাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, আর যদি এখনো আমাদের সাথে যুক্ত হয়ে না থাকেন তাহলে সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
কৃষি, অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর