
বগুড়ার নন্দীগ্রামে বাংলাদেশ আদিবাসী ফোরাম উপজেলা শাখার প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সতীশ চন্দ্র কারিগরি স্কুল অ্যান্ড বিএম কলেজ সভাকক্ষে বাংলাদেশ আদিবাসী ফোরাম নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি প্রদীপ কুমার বাগদীর সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আদিবাসী ফোরাম বগুড়া জেলা শাখার সভাপতি বাসুদেব রায় বাগদী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আদিবাসী ফোরাম বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক হৃদয় কুমার, সাংগঠনিক সম্পাদক দয়াল চন্দ্র বাগদী। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন নন্দীগ্রাম প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা, দপ্তর সম্পাদক অদ্বৈত কুমার আকাশ এবং আদিবাসী নেতা কানাই চন্দ্র উরাও প্রমুখ।
পরে প্রদীপ কুমার বাগদীকে সভাপতি, নরোত্তম বর্মণকে সাধারণ সম্পাদক ও কানাই চন্দ্র উরাওকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ আদিবাসী ফোরাম নন্দীগ্রাম উপজেলা শাখার কমিটি গঠন করা হয়।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর