
কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কাটা জাঙ্গাল এলাকায় ট্রাকচাপায় মো. রাসেল (৩২) নামের এক প্রবাস ফেরত যুবক নিহত হয়েছেন। (১৭ সেপ্টেম্বর) বুধবার সন্ধ্যায় ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার।
নিহত রাসেল উপজেলার ময়নামতি ইউনিয়নের ঝুমুর গ্রামের উত্তর পাড়া মুন্সিবাড়ি মুস্তাক আহমেদের ছেলে। তিনি ইরাক প্রবাসী ছিলেন। ছুটিতে দেশে এসে পরিবারের সাথে সময় কাটাচ্ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ি থেকে চেক নিয়ে ক্যান্টনমেন্ট এলাকার একটি ব্যাংকে যাওয়ার পথে কাটা জাঙ্গাল এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকা তার মাথার উপর দিয়ে চলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার জানায়,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর