
বরগুনার বামনা উপজেলার ৪নং ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবু ছালেহ ও ইউপি সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি ও গরিব অসহায়দের ভিজিডি তালিকায় অনিয়মের অভিযোগ তুলে এলাকায় একটি অসাধু চক্র বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।
এর প্রতিবাদে শনিবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদের সামনে ডৌয়াতলা বাজারে মূল সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে ইউনিয়নবাসী। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কিছু স্বার্থান্বেষী মহল চেয়ারম্যানের বিরুদ্ধে ফেসবুক সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে।
তারা আরও বলেন, গত ৫ই আগস্টের ঘটনার পর বিএনপি নামধারী ও আওয়ামী লীগের সাথে হাতাহাতি করা একটি মহল পরিষদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এসব করছে। এসময় চেয়ারম্যান জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর