
আসন্ন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় ৯৩টি পূজা মণ্ডপে ডিও প্রদান করা হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় নবীগঞ্জ কেন্দ্রীয় গোবিন্দ জিউর আখড়ায় এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে এসব ডিও প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নবীগঞ্জ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি বাবু রঙ্গলাল রায়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক নীল কণ্ঠ দাশ সামন্ত নন্টি।
এ সময় বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রুহল আমিন, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ মো: কামরুজ্জামান, নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান সেফু, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ছাব্বির আহমদ চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ রায়, নবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মুজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান অলি, সাংগঠনিক সম্পাদক সাহেদ তালুকদার, নবীগঞ্জ উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক তহিদুল ইসলাম, জামায়াতের পৌর আমির সোহেল আহমেদ, উপজেলা পূজা উদযাপন অর্থ সম্পাদক চারু চন্দ্র দেব, দপ্তর সম্পাদক সুকান্ত দাশ, হবিগঞ্জ জেলার পূজা উদযাপন পরিষদের ফন্টের সিনিয়র যুগ্ম আহবায়ক অরবিন্দু রায়, উপজেলা আহ্বায়ক অনন্ত কুমার দাশ, পৌর আহ্বায়ক বাবু বিভূ আচার্য্য, নবীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল কালাম মিটু প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, দুর্গোৎসব যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে লক্ষ্যে প্রশাসনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ সর্বাত্মক সহযোগিতা করবেন। পূজা উদযাপনকে ঘিরে যে কোনো সমস্যা সমাধানে সবাই একসাথে কাজ করবেন বলে আশ্বাস প্রদান করেন তারা।
অনুষ্ঠানে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি-সম্পাদকসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর