
কুমিল্লার বুড়িচং উপজেলায় অজ্ঞাত গাড়ির চাপায় কামরুল হাসান রানা (২৫) নামে এক প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের পারুয়ারা দাখিল মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রানা বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের উত্তর শ্যামপুর গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে। কয়েক মাস আগে তিনি দুবাই থেকে দেশে ফিরেছিলেন। দেশে এসে তিনি কুমিল্লা আলেখারচর বিশ্বরোডের হাইওয়ে ইন হোটেলে চাকরি নেন। এরই মধ্যে তিনি ফিজি যাওয়ার জন্য পাসপোর্ট জমা দেন এবং ভিসা হাতে পেয়েছিলেন। শিগগিরই তার বিদেশ যাওয়ার কথা ছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকালে রানা মোটরসাইকেল নিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে পারুয়ারা দাখিল মাদ্রাসার সামনে একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার দেহ দ্বিখণ্ডিত হয়ে মৃত্যু হয়।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি মো. ইকবাল বাহার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘাতক গাড়ি শনাক্তে চেষ্টা চলছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর