
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা যুবদলের আংশিক কমিটি ঘোষনা করেছে ঠাকুরগাঁও জেলা যুবদল।
গত মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কমিটি ঘোষনার পত্রটি প্রকাশ করে জেলা যুবদলের নেতৃবৃন্দ। জেলা যুবদলের আহবায়ক আবু হানিফ মুক্তা সদস্য সচিব জাহিদ হাসান স্বাক্ষরিত কমিটিতে সভাপতি পদে শামীম সুমন,সাধারণ সম্পাদক পদে আক্তার হোসেন ও সাংগঠনিক সম্পাদক পদে আওলাদ হোসেনকে ঘোষনা করা হয়েছে।
এদিকে পৌর যুবদলেরও আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে ওমর ফারুক, সাধারণ সম্পাদক পদে মৌমিন হোসাইন ও সাংগঠনিক সম্পাদক পদে মুক্তার হোসেনকে ঘোষনা করা হয়েছে।
ঘোষিত উপজেলা যুবদলের সভাপতি শামীম সুমন বলেন, রাজপথ কখনো বেঈমানি করে না। দীর্ঘ ১৭ বছরের আওয়ামী শাসনের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি। ছাত্রদল দিয়ে রাজনীতি শুরু করেছি। প্রত্যাশা ছিলো উপজেলা যুবদলের সভাপতি হওয়ার দল মূল্যয়ন করেছে। দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যুবদল নেতা আরো বলেন, দল যে দায়িত্ব দিয়েছে তা সততার সাথে পালন করবো।
ঠাকুরগাঁও জেলা যুবদলের আহবায়ক আবু হানিফ মুক্তা কমিটি ঘোষনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাঠ পর্যায়ের ত্যাগী নেতাদের মুল্যয়ন করার চেষ্টা করা হয়েছে। ঘোষিত কমিটিকে ১৫ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যেই তাদেরকে পূর্ণাঙ্গ কমিটি জেলায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ কমিটিতেও ত্যাগীদের মূল্যয়নের বিষয়টি মাথায় রেখে কমিটি করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর