
জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বাগেরহাটে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামী বাগেরহাট জেলা শাখার আয়োজনে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে এটি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলিটি বাগেরহাট সদর উপজেলার মেঘনিতলা এলাকার বাংলাদেশ জামায়াত ইসলামী বাগেরহাট জেলা কার্যালয় সামনে থেকে শুরু হয় বাগেরহাটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন শেষে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়। এ সময় পিআর পদ্ধতি বাস্তবায়ন , জুলাই সনদ এর আইনগত ভিত্তি স্থাপন, জুলাই সনদ এর ভিত্তিতে আগামী সংসদ নির্বাচন, আওয়ামীলীগসহ ১৪দলের নিবন্ধন বাতিল ও শেখ হাসিনার ফাঁসিসহ ৫ দফা বাস্তবায়নের দাবি জানানো হয়।
বাংলাদেশ জামায়াত ইসলামী বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি শেখ মোঃ ইউনুস, জেলা জামায়াত নেতা এডভোকেট মোস্তাইন বিল্লাহসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। পরে শহীদ মিনারের সামনে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন, দ্রুত সময়ের মধ্যে যদি পাঁচটি দাবি না মানা হয় আগামীতে দেশব্যাপী কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের ঘোষণা দেন বক্তারা।
কুশল/সাএ
সর্বশেষ খবর