
জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবি নিয়ে নন্দীগ্রাম উপজেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকালে নন্দীগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমীর আব্দুর রহমানের সভাপতিত্বে ও পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল আলীমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া -৪ ( কাহালু - নন্দীগ্রাম) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ।
এতে আরো বক্তব্য রাখেন, বগুড়া জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনজুরুল ইসলাম রাজু, নন্দীগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমীর মোঃ আনোয়ারুল হক, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ গোলাম রাব্বানী, উপজেলা জামায়াতের সাবেক আমির ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, উপজেলা যুব বিভাগের সভাপতি শেখ সাদী, পৌর অর্থ সম্পাদক আব্দুস সাত্তার, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মনিরুল ইসলাম মনির, সাবেক সভাপতি আব্দুল মোমিন, পৌর ছাত্র শিবিরের সভাপতি রাশেদুল ইসলাম, পৌর যুব বিভাগের সভাপতি রাকিব প্রমুখ।
পরে বাদ আসর নন্দীগ্রাম কেন্দ্রীয় কলেজ মসজিদ হতে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নন্দীগ্রাম শহীদ বীর মুগ্ধ চত্বরে এসে শেষ হয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর