
কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয় সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়া বলেছেন, শান্ত পাহাড়কে অশান্ত করে তুলতে নানা ষড়যন্ত্র করছে কুচক্রী মহল। তাদের সকল ষড়যন্ত্র রুখে দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাছাড়া পাহাড়ে বসবাসরত সকল সম্প্রদায়ের লোকদের সংঘাতে লিপ্ত না হওয়ার আহবান জানান তিনি।
শুক্রবার বিকেলে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
*জামায়াতকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, দাড়ি পাল্লায় ভোট দিলে বেহেশত পাওয়ার নিশ্চয়তা দিয়ে গ্রামের সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে! বোরকা পরিহিত মহিলাদের ঘরে ঘরে পাঠিয়ে কোরআন-হাদিসের অপব্যাখা দিয়ে ভোটের রাজনীতি চালিয়ে যাচ্ছে জামায়াতে ইসলামী! অথচ বিগত সময়ে তারা বিএনপি ও আ.লীগের সাথে মিশে ছিল। এ ধরণের বিভ্রান্তি থেকে সাধারণ মানুষকে বিএনপির পক্ষে ঐক্যমত গড়ে তুলতে হবে। তাছাড়া পাহাড়ে সম্প্রীতি রক্ষায় সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দেন তিনি। *
সম্প্রতি খাগড়াছড়িতে এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি আরও বলেন, ইতোমধ্যে ধর্ষণের ঘটনায় জড়িত একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সে আওয়ামীলীগের কর্মী বলে জানা গেছে। এ ঘটনায় জড়িত বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। *তবে এমন অশান্ত পরিস্থিতি শান্ত থেকে মোকাবেলা করায় আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।*
*শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা টাউন হলে কমিটির আহবায়ক মো. হাবিবুর রহমান হাবিব'র সভাপতিত্বে ও সদস্য সচিব মো. মীর হোসেন'র সঞ্চালনায় অনুষ্ঠিত পরিচিতি সভায় স্বাগত বক্তব্য রাখেন যুগ্ন আহবায়ক মো. আবুল কাশেম। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এন আবছার, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এম.এ. করিম, অর্থ সম্পাদক জহির আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবদুল্লা আল নোমান সাগর প্রমূখ।
কুশল/সাএ
সর্বশেষ খবর