
ঢাকা প্রাইভেট কার চালক ইউনিয়নের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে অবহেলিত, লাঞ্ছিত ও অধিকারবঞ্চিত প্রাইভেট ড্রাইভারদের নিয়ে এক বর্ণাঢ্য রেলি ও সমাবেশ করেন ঢাকা প্রাইভেট কার চালক ইউনিয়ন।
গতকাল ২৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, সকাল ৯টায় রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিক শক্তি, শ্রমিক ঐক্য জিন্দাবাদ! এই স্লোগানকে সামনে রেখে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা জোনায়েদ সাকি, প্রধান উপদেষ্টা, ঢাকা প্রাইভেট কার চালক ইউনিয়ন ও প্রধান সমন্বয়কারী, গণসংহতি আন্দোলন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট বিলকিস নাসিমা রহমান, উপদেষ্টা, ঢাকা প্রাইভেট কার চালক ইউনিয়ন।
ঢাকা প্রাইভেট কার চালক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শহীদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃবৃন্দ এবং কার্যকরী কমিটির সদস্যরা সহ আপামর সকল অবহেলিত, লাঞ্ছিত ও অধিকারবঞ্চিত প্রাইভেট ড্রাইভার এবং শ্রমিক বৃন্দ। সভাপতি তার লিখিত বক্তব্যে বলেন, ঢাকা প্রাইভেট কার চালক ইউনিয়নের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা। বাংলাদেশের সকল অবহেলিত, লাঞ্ছিত ও অধিকারবঞ্চিত প্রাইভেট ড্রাইভারদের প্রাণের সংগঠন ঢাকা প্রাইভেট কার চালক ইউনিয়ন। প্রাইভেটকার চালকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে এক সমাবেশের আয়োজন করা হয়েছে। আমরা বাংলাদেশের সকল প্রাইভেট ড্রাইভার ভাইদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা ঐক্যবদ্ধ হয়ে এই জনসভায় অংশগ্রহণ করুন এবং আমাদের অধিকার আদায়ের সংগ্রামে শামিল হোন।
আমাদের দাবি:
মাসে ন্যূনতম বেতন ২৫,০০০ টাকা নির্ধারণ করতে হবে। সাপ্তাহিক ছুটি ও নিয়োগপত্র প্রদান করতে হবে। সঠিক কর্মঘণ্টা ও চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রাইভেট কার চালকদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে হবে । প্রাইভেট ড্রাইভারদের সংগঠনকে নিবন্ধন প্রদান করতে হবে।
সমাবেশের বর্ণাঢ্য রেলি ও নানান কর্মসূচি পর প্রধান অতিথির বক্তব্যে জননেতা জোনায়েদ সাকি বলেন, নির্বাচন দেওয়া এখন মাত্র সময়ের ব্যাপার। পরিপূর্ণ সরকার ব্যবস্থা ছাড়া সংস্কার কার্যক্রম পরিপূর্ণ হওয়া সম্ভব নয়। সংস্কার কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া, নির্বাচনের মাধ্যমে এটি আরো গতিশীল হবে। তাই নির্বাচনের বিকল্প নেই। ঢাকা প্রাইভেট কার চালক ইউনিয়নের সকল দাবি সরকারকে পূরণ করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট বিলকিস নাসিমা রহমান ঢাকা প্রাইভেট কার চালক ইউনিয়ন এর সকল দাবি ও কার্যক্রমের সাথে প্রকাশ করেন এবং শুভেচ্ছা জ্ঞাপন করেন। সবশেষে সভাপতি মো. শহীদ কমিটির সকল সদস্য এবং সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর