
কক্সবাজারের টেকনাফে একটি কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহত দুজন সম্পর্কে শ্যালক ও দুলাভাই। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
রবিবার দুপুরে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সড়কের বড়খাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন – উপজেলার সাবরাং কাটাবনিয়া এলাকার মৃত আনু মিয়ার ছেলে মোহাম্মদ সাইফুল (২৬) ও তার দুলাভাই কক্সবাজার শহরের সমিতিপাড়া এলাকার আমির হামজার ছেলে আব্দুর রব (৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাহপরীর দ্বীপ নতুন সড়কে সিমেন্টবোঝাই একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই সাইফুল ও আব্দুর রব মারা যান। বেড়াতে যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন তারা।
দুর্ঘটনায় আহত আরেকজনকে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মুহাম্মদ নাজমুন নূর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর