
গাজীপুরের কালীগঞ্জে একটি বাড়িতে অভিযান চালিয়ে দেশীয় চোলাইমদ তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ সময় কারখানা থেকে পাঁচ লিটার চোলাইমদ, মদ তৈরির সরঞ্জামসহ একজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর, ২০২৫) সন্ধ্যায় উপজেলার তুমুলিয়া ইউনিয়নের দক্ষিণ চুয়ারীয়াখোলা গ্রামে এই অভিযান পরিচালনা করে কালীগঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সমীরন রোজারিও (৪৯)। তিনি ওই গ্রামের মৃত আব্রাহাম রোজারিও ও মৃত আন্তনী রোজারিও দম্পতির ছেলে।
সোমবার (২৯ সেপ্টেম্বর, ২০২৫) সকালে বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন।
কালীগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) মাকসুদুল কবির নকীবের নেতৃত্বে পুলিশের একটি দল সমীরন রোজারিওর বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় তাকে নিজ বাড়িতে চোলাইমদ তৈরি করা অবস্থায় পাওয়া যায় এবং ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে পুলিশ একটি পাতিলের মধ্যে থাকা পাঁচ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ছয় হাজার টাকা। এছাড়াও মদ তৈরির কাজে ব্যবহৃত একটি বড় পাতিল এবং একটি গ্যাসের চুলা জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, "মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিত চলছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চোলাইমদসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।"
এই ঘটনায় এসআই মাকসুদুল কবির নকীব বাদী হয়ে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৪(ক)/৩৭ ধারায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং-৩০, তারিখ-২৮/০৯/২০২৫)। গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে বলে পুলিশ জানিয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে এসআই মো. রাসেলকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর