
পঞ্চগড়ে কৃষি উপদেষ্টার নিকট পূর্বের সার বিতরণ নীতিমালা বহালের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) পঞ্চগড় জেলা শাখা। গত ২৫ সেপ্টেম্বর সরকারের কৃষি উপদেষ্টা সংবাদ সম্মেলনে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০২৫ প্রণয়নের ঘোষণা দেন। এই নীতিমালার আওতায় দেশের প্রতিটি ইউনিয়নে তিন জন করে সার ডিলার নিয়োগ করে সার বিতরণের কথা বলা হয়েছে। খসড়া এই নীতিমালা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সোমবার দুপুরে পঞ্চগড় চেম্বার অব কমার্সের হল রুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন পঞ্চগড় শাখার সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্সের সভাপতি শরিফ হোসেন। এ সময় ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি খলিলুর রহমান, কোষাধ্যক্ষ খাজিমউদ্দিন সহ সংগঠনটির সদস্য সার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে শরিফ হোসেন জানান, যদিও এই নীতিমালা সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ, কিন্তু দীর্ঘদিন থেকে ইউনিয়নভিত্তিক একজন করে সার ডিলারগণ সরকারের বরাদ্দ অনুযায়ী সুনামের সহিত কোটি কোটি টাকা বিনিয়োগ করে সার বিতরণ করে নিরবচ্ছিন্ন সেবা দানের মাধ্যমে কৃষকের ফসল উৎপাদনে বলিষ্ঠ ভূমিকা রাখছে। তিনি প্রশ্ন তোলেন, "হঠাৎ এমন কী হলো যে ওয়ার্ড পর্যায়ে ডিলার নিয়োগ করতে হবে?" তিনি মনে করেন, ডিলারদের কমিশন বাড়িয়ে দিয়ে কৃষক পর্যায়ে সারের প্রকৃত চাহিদা নিরূপণ করে ডিলারদের সার বরাদ্দ দিলে সংকটের কোনো সম্ভাবনা থাকবে না।
তিনি আরও বলেন, ওয়ার্ড পর্যায়ে ডিলার নিয়োগ দিলে ডিলারদের অবকাঠামো সহ নানাবিধ সমস্যা হবে এবং নতুন ডিলারগণ লাভবান হবে না। এছাড়াও সার সংগ্রহকালীন পরিবহন খরচ দিতে লোকসান গুনবেন। এজন্য বিদ্যমান সার বিতরণ নীতিমালায়ই আস্থা রাখছে ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন। এছাড়াও সার বিতরণ নীতিমালা করার আগে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তা এবং অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের মতামত নেওয়ার ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। বিদ্যমান সার নীতিমালায়ই সার বিতরণ করতে কৃষি উপদেষ্টার কাছে দাবি জানানো হয়। অন্যথায় ডিলারগণ কঠোর কর্মসূচি দেবেন বলে হুঁশিয়ারি দেন। সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
রার/সা.এ
সর্বশেষ খবর