
সারাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা ও নির্যাতনের প্রতিবাদে বগুড়ার নন্দীগ্রামে যৌথ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পাঁচ টায় নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে নন্দীগ্রাম প্রেস ক্লাব ও উপজেলা প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে ও নন্দীগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, সহসভাপতি মিনহাজুর রহমান হাবিব, একাব্বর হোসেন পুটু, দপ্তর সম্পাদক অদ্বৈত কুমার আকাশ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাব্বির হোসেন, সাহিত্য ও পাঠাগার সম্পাদক টিপু সুলতান, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি নুর মোহাম্মদ বাদশাহ, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আখতার হোসেন দুলাল, দপ্তর সম্পাদক আব্দুল হাকিম ও কার্যনির্বাহী সদস্য মামুন আহমেদ, সাংবাদিক এনামুল হক আপেল, জোবায়ের হোসেন রানা ও নিতাই চন্দ্র প্রমুখ।
বক্তারা বলেন, সারাদেশে সাংবাদিক নির্যাতন, হামলা ও হয়রানিমুলক মামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। এসব কর্মকাণ্ড স্বাধীন সাংবাদিকতায় বাধা হয়ে দাঁড়াচ্ছে এবং গণমাধ্যমের স্বাধীনতা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা অবিলম্বে সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানিমূলক মামলা বন্ধের জোর দাবি জানান। পাশাপশি একটি কুচক্রী মহলের ষড়যন্ত্রে নন্দীগ্রামে কর্মরত সাংবাদিকদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের আহবান জানান। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন বক্তারা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর