
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান। ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এই বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ইউএনও সানজিদা রহমান।
উপজেলা কৃষি অফিস এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই কার্যক্রমে বিভিন্ন ইউনিয়নের মোট ৬৬০ জন কৃষককে ২০২৫-২০২৬ অর্থবছরের রবি মৌসুমে ফসল উৎপাদনের জন্য বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হয়। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদের কাছে লাউ, বেগুন, শসা, মিষ্টি কুমড়া এবং বসতবাড়িতে সবজি চাষের জন্য প্রয়োজনীয় বীজ ও সার বিতরণ করা হয়েছে। এই কর্মসূচির আওতায় কৃষকদের জন্য একদিকে যেমন ফসল উৎপাদন সহজ হবে, অন্যদিকে কৃষকদের আয়ের নতুন পথও উন্মোচিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহান, অতিরিক্ত কৃষি অফিসার আবদুল ওয়াহেদ খান, কৃষি সম্প্রসারণ অফিসার তানিয়া তাসনিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাগণসহ স্থানীয় কৃষকবৃন্দ। এ সময় বক্তারা জানান, বর্তমান সরকার কৃষি উন্নয়নে অত্যন্ত আন্তরিক এবং কৃষকদের সমৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
অতিরিক্ত কৃষি অফিসার আবদুল ওয়াহেদ খান বলেন, "ঈশ্বরগঞ্জের কৃষকরা এখন বেশ আগ্রহী হয়ে উঠছেন বসতবাড়ির আঙিনায় সবজি চাষ করতে। এই প্রণোদনা কর্মসূচি তাদের জন্য একটি নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। আমরা কৃষকদের সঠিক সময়ে সারের প্রয়োগ এবং মাটির গুণাগুণ অনুযায়ী সঠিক ফসল নির্বাচন করার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করছি।"
উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহান বলেন, "সরকারের বিভিন্ন সহায়তা ও প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আরও বেশি উৎপাদনশীল হতে সক্ষম হবে। আমরা সবসময় কৃষকদের পাশে আছি এবং মাঠ পর্যায়ে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা চালিয়ে যাচ্ছি, যাতে তারা আধুনিক কৃষি পদ্ধতি প্রয়োগে সক্ষম হন।" তিনি আরও বলেন, "বীজ ও সার বিতরণের পাশাপাশি কৃষকদের উন্নত কৃষি পদ্ধতির বিষয়ে সচেতন করা আমাদের অন্যতম লক্ষ্য। এর মাধ্যমে শুধু ফলন বৃদ্ধিই হবে না, কৃষকদের জীবনযাত্রার মানও উন্নত হবে।"
এমতাবস্থায়, ঈশ্বরগঞ্জ উপজেলার কৃষকরা প্রণোদনা কর্মসূচির মাধ্যমে আধুনিক কৃষির পথে আরও একধাপ এগিয়ে যাবে, যা কৃষির সামগ্রিক উন্নতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর