
নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের বাজাকাশা গ্রামে শেরপুর সড়কের পাশে ব্যক্তি মালিকানাধীন জমি থেকে অনুমতি ছাড়া বাণিজ্যিক উদ্দেশ্যে বালু উত্তোলনের অভিযোগে গতকাল সোমবার মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭(ক) ধারা অনুযায়ী অভিযুক্ত বাজাকাশা গ্রামের আব্দুল আহাদের পুত্র হাফিজুর রহমানকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং জরিমানার অর্থ আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম এই অভিযান পরিচালনা করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে ওই এলাকায় গোপনে বালু উত্তোলনের কারণে জমি ক্ষতিগ্রস্ত হচ্ছিল এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। স্থানীয়রা প্রশাসনের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম বলেন, "আইন অমান্য করে ব্যক্তি মালিকানাধীন জমি থেকে বাণিজ্যিক উদ্দেশ্যে বালু উত্তোলন করা যাবে না। এ ধরনের কর্মকাণ্ডে পরিবেশ ও কৃষিজমি হুমকির মুখে পড়ে। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।"
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর