
খাগড়াছড়ির রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. জহির (৪৯) নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ১ নম্বর রামগড় ইউনিয়নের থানাচন্দ্রপাড়া এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কাজী শামীম এ অভিযান পরিচালনা করেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, অবৈধভাবে ফসলি জমির উপরিভাগের মাটি ও বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) এর ধারা ৭ক এর উপধারা (গ), (ঘ) ও (ঙ) এর অপরাধে অভিযুক্তকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। উত্তোলিত ৮ হাজার ১০০ ঘনফুট বালু জব্দ করে তা উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। উক্ত বালু মহালে ইতোপূর্বে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছিল।
উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে প্রাকৃতিক পরিবেশসহ আশেপাশের ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও উত্তোলিত বালু জব্দ করা হয়েছে। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর