
বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ ফ্লাইওভার এলাকা থেকে ফিরোজ আহম্মেদ (২১) নামের এক ব্যক্তিকে আইনের লোক পরিচয়ে তুলে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বুধবার বিকেল ৫টায় বিষয়টি নিশ্চিত করেছেন চালক ফিরোজ আহম্মেদ। তিনি জানান, এ বিষয়ে ওইদিন বাবা বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে গাড়ীদহ ইউনিয়নের মাগুরগাড়ি এলাকার আজিজুল হকের ছেলে ফিরোজ আহম্মেদ গাড়ীদহ ফ্লাইওভার এলাকায় ব্যাটারিচালিত অটো নিয়ে অবস্থান করছিলেন। এ সময় নিজেদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে তাকে মেডিকেল কলেজ এলাকায় নিয়ে যাওয়া হয়। এরপর দুপুর প্রায় ১২টার দিকে বগুড়া মেডিকেল কলেজ ভবনের সামনের এলাকা থেকে তার ব্যবহৃত গাড়ি ও মোবাইল ছিনতাই করা হয়।
এ বিষয়ে ফিরোজ আহম্মেদ বলেন, “আমাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দেন। এরপর মেডিকেল কলেজ হাসপাতালে যেতে বলেন। আমি যেতে না চাইলে তিনি জানান, ‘কোনো সমস্যা নাই, আমি তো আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।’ পরে সেখানে গিয়ে আরেকজনকে ডেকে আনেন। এরপর লোকজন ফাঁকা হলে আমার গাড়ি ও মোবাইল ছিনতাই করে নিয়ে যান।”
এ ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মঈনুদ্দিন বলেন, “বগুড়া সদর থানায় অভিযোগ হয়েছে।”
সর্বশেষ খবর