
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাহালু ও নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বগুড়া-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ।
বুধবার (১ অক্টোবর) রাতে পূজা মণ্ডপ পরিদর্শনের সময় তিনি উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে বলেন, "আমরা আর কোনো বিভক্তি চাই না, আমরা চাই হিন্দু-মুসলিম সবাই মিলে একসাথে বাংলাদেশটাকে গড়তে। আমরা কাহালু ও নন্দীগ্রামকে উন্নয়নের মডেল হিসেবে গড়তে চাই। আপনাদের সহযোগিতায় আমরা এই সোনার বাংলা গড়ব।"
পূজা মণ্ডপ পরিদর্শনের সময় তাঁর সাথে জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর