
জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ও ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছে, তারা সবাই সমান—হিন্দু, বৌদ্ধ, মুসলিম যে ধর্মেই হোক, কোনো ভেদাভেদ নেই। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে ফেনীর সোনাগাজীতে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
আব্দুল আউয়াল মিন্টু আরও বলেন, "আমাদের নেত্রী বলেছেন, ধর্ম যার যার, এই দেশ সবার। আমরা আমাদের দেশটাকে শান্তি ও সম্প্রীতির দেশ হিসেবে গড়ে তুলব। আপনারা আমাকে সম্মান দিয়েছেন, তাই আপনাদের ধন্যবাদ জানাই। আপনাদের উৎসব আনন্দময় করতে আপনাদের দেখতে এসেছি। আপনাদের সুখে দুঃখে অংশীদার হতে। জাতীয়তাবাদী দল বিএনপি সব ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে। সম্প্রীতি বিনষ্ট হয় এমন কোনো কাজ আমাদের দলের নেতাকর্মীরা করতে পারে না।"
এর আগে আব্দুল আউয়াল মিন্টুর আগমনকে ঘিরে সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞার নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে সোনাগাজীকে মুখরিত করে তোলেন। নেতাকর্মীদের মাঝে নতুন করে উচ্ছ্বাস ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
সোনাগাজী পৌঁছে আব্দুল আউয়াল মিন্টু পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলকান্দি ইউনিয়নে পূজা মণ্ডপ, সোনাগাজী পৌর কেন্দ্রীয় পূজা মণ্ডপ ও নবাবপুর ইউনিয়নের পূজা মণ্ডপ পরিদর্শন করেন। নবাবপুর পূজা মণ্ডপ পরিদর্শন শেষে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা জহিরুল ইসলামের অনুদানে প্রায় ৫০০ শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আব্দীন বাবলু, দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন, সোনাগাজী উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, ফেনী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুদ্দিন খোকন, সোনাগাজী পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন, সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা, ফেনী জেলা যুবদল নেতা দাউদুল ইসলাম মিনার, নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান ও যুবদল নেতা জহিরুল ইসলাম জহির, সোনাগাজী উপজেলা সাবেক ছাত্রদল নেতা মিন্টু প্রমুখ।
সর্বশেষ খবর