
টাঙ্গাইলের নাগরপুরে উৎসবমুখর পরিবেশে পালিত হলো বিজয়া দশমী। বৃহস্পতিবার বিকেলে নাগরপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে প্রতিমা নিয়ে পূজারিরা সমবেত হন নাগরপুর সরকারি কলেজ মাঠে। সেখানে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন হাজারো সনাতন ধর্মাবলম্বী নারী ও পুরুষ। আগামীতে মা দুর্গাকে আসার আহ্বান জানিয়ে রাত ৮টার দিকে একের পর এক প্রতিমা বিসর্জন দেন পূজারি ও ভক্তবৃন্দ।
পূজা উদযাপন ফ্রন্ট, নাগরপুর উপজেলা শাখার আহ্বায়ক শিব শংকর সূত্রধরের সভাপতিত্বে বিসর্জন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান। এ সময় ক্যাম্প কমান্ডার মেজর শাহিন কবির শুভ, টাঙ্গাইল জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিক ইসলাম, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন এবং পূজারি ও হাজার হাজার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর