
নোয়াখালীকে বিভাগ ঘোষণা করা না হলে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহকে অবাঞ্ছিত করার হুঁশিয়ারি দিয়েছে একদল বিক্ষোভকারী।
বিভাগ ঘোষণার দাবিতে শুক্রবার (৩ অক্টোবর) নোয়াখালী শহরে আয়োজিত এক বিক্ষোভ মিছিল থেকে এ হুঁশিয়ারি দেন তারা।
মিছিলে অংশ নেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ তুষার বলেন, নোয়াখালী বিভাগের দাবি করা কোনো অযৌক্তিক বিষয় নয়। এটা আমাদের অধিকার।
স্বাধীনতা-পরবর্তী সময় থেকে আমাদের সঙ্গে যে বৈষম্য করা হয়েছে, সেই বৈষম্য যদি ২৪-পরবর্তী সময়েও করা হয় তাহলে আমরা আসিফ মাহমুদ ও হাসনাত আব্দুল্লাহকে অবাঞ্ছিত ঘোষণা করব।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার সাবেক যুগ্ম সদস্যসচিব মেহেদী হাসান সীমান্ত বলেন, গোপালগঞ্জের জন্য শেখ হাসিনার শাসনামল ছিল স্বর্ণযুগ। একইভাবে ২৪-পরবর্তী উপদেষ্টা ও ছাত্রনেতাদের মাধ্যমে কুমিল্লা তার স্বর্ণযুগ পার করছে। আমরা এর প্রতিবাদ জানাই।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর