
গাজায় ইসরায়েলি হামলায় প্রায় দুই বছরে অন্তত ৫৬২ জন ত্রাণকর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার (৩ অক্টোবর) জাতিসংঘের মুখপাত্র স্টেফান দ্যুজারিক এ তথ্য নিশ্চিত করেন।
স্টেফান দ্যুজারিক জানান, বৃহস্পতিবার (২ অক্টোবর) দেইর আল-বালাহ এলাকায় এক বিমান হামলায় আন্তর্জাতিক সংস্থা মেডেসাঁ সঁ ফ্রঁতিয়ের (এমএসএফ)-এর এক কর্মী নিহত হয়েছেন। একই ঘটনায় আরও চারজন গুরুতর আহত হন। হামলার সময় তারা এমএসএফের একটি হাসপাতালে যাওয়ার জন্য বাসের অপেক্ষায় ছিলেন। খবর আনাদোলুর।
দ্যুজারিক আরও বলেন, “এটি গাজায় এমএসএফের ১৪তম কর্মীর মৃত্যু। নিহত ওই কর্মীর নাম ওমর হায়েক (৪২)। তিনি ২০১৮ সাল থেকে পেশাগত থেরাপিস্ট হিসেবে সংস্থাটির সঙ্গে কাজ করছিলেন।”
এমএসএফ এক বিবৃতিতে জানায়, নিহতসহ সকল কর্মী এমএসএফের পরিচিতি-চিহ্নিত ভেস্ট পরা অবস্থায় ছিলেন। সংস্থাটি গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছে।
জাতিসংঘের মানবিক দপ্তরের (ওসিএইচএ) তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত নিহত ত্রাণকর্মীদের মধ্যে ৩৭৬ জন জাতিসংঘের কর্মী।
দ্যুজারিক আরও জানান, উত্তর গাজায় পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে। ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় সামরিক অভিযান ও ভারী বোমাবর্ষণ মৃত্যুর সংখ্যা বাড়াচ্ছে এবং অঞ্চলটিকে বসবাসের অযোগ্য করে তুলছে।
গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৬৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ধ্বংসস্তূপে পরিণত হওয়া এ উপত্যকায় চলছে তীব্র দুর্ভিক্ষ ও মহামারির আশঙ্কা।
গত বছর নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) মামলা চলছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর