
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল স্পেনের বার্সেলোনা। শুক্রবার (৩ অক্টোবর) দেশটির ফিলিস্তিনপন্থি নাগরিকরা শহরজুড়ে আন্দোলনে নামে। এসময় ফিলিস্তিনের পতাকা, পোস্টার ও ব্যানার হাতে মিছিল করে তারা।
আন্দোলনকারীরা স্টারবাকস, বার্গার কিং, ক্যারেফোরসহ বেশ কিছু ইসরায়েলি ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালায়। প্রতিষ্ঠানের দেয়ালে লিখে যায় বিভিন্ন ইসরায়েলবিরোধী স্লোগান।
এসময় তাদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এক পর্যায়ে বিক্ষোভকারীদের ওপর টিয়ার শেল ছোড়ে পুলিশ। একই দিনে গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে ইসরায়েলি কর্তৃপক্ষ বাধা দেয়ায় বার্সেলোনার শিক্ষার্থীরাও বিক্ষোভে রাস্তায় নামে।
সূত্র: রয়টাসর্র
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর