
টানা বৃষ্টির কারণে ঊর্ধ্বমুখী থাকা কাঁচা মরিচের দাম আরো বেড়ে ৪৫০ টাকা পর্যন্ত উঠেছে। তবে দিনের ব্যবধানে কমেছে শীতকালীন আগাম সবজি শিমের দাম। বাজারে অন্যসব সবজির দাম শনিবার (৪ অক্টোবর) আগের দিন শুক্রবারের (৩ অক্টোবর) দামেই বিক্রি হতে দেখা গেছে।
সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে। বাজারে সবজির মধ্যে কেবল কাঁচা পেঁপে সবচেয়ে কম দামে ২৫-৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর কচুরমুখি ৬০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। এছাড়া শসা, মিষ্টি কুমড়া ও ধুন্দল ৬০ টাকা থেকে ৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কেজিমূল্যে বিক্রি হওয়া বাকি প্রায় সব সবজির দাম ৮০ টাকার উপরে।
বাজারে প্রতি কেজি ঢেঁড়স বিক্রি হচ্ছে ৮০ টাকায়, কচুরলতি প্রতি কেজি ৯০ টাকায়, বেগুন (লম্বা) প্রতি কেজি ১০০ টাকায়, বেগুন (গোল) প্রতি কেজি ১৪০ টাকায় এবং বরবটি প্রতি কেজি ১০০ টাকায়। এছাড়া চিচিঙ্গা, ঝিঙ্গা, ধুন্দুল, পটল প্রতি কেজি ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর করলা প্রতি কেজি ১০০ টাকা, উস্তা ১২০ টাকা এবং কাকরোল প্রতি কেজি ৮০ টাকা দরে পাওয়া যাচ্ছে। প্রতি পিস জালি ৬০-৭০ টাকায়, লাউ প্রতি পিস ৭০ টাকা এবং কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
এক কেজি কাঁচা মরিচের দাম দিনের ব্যবধানে আরো বেড়ে সর্বনিম্ন ৪২০ টাকা থেকে ৪৫০ টাকায় উঠেছে। তবে এক সপ্তাহ আগে কাঁচা মরিচের দাম ছিল ২০০ থেকে ২২০ টাকা কেজিচ। আজ দিনের ব্যবধানে শীতকালীন সবজি শিমের দাম কেজিতে ৪০ টাকা কমে ২৬০ টাকায় নেমেছে। শীতকালীন অন্য সবজির মধ্যে আগাম ছোট আকারের ফুলকপি ও পাতাকপি আগের দিনের মতো প্রতিপিস বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকায়। মুলা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ টাকায় এবং টমেটো বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকা কেজি দরে।
গোপীবাগের এক সবজি বিক্রেতা বলেন, পাইকারি বাজারে কয়েকদিন ধরে চাহিদা অনুযায়ী সবজি পাওয়া যাচ্ছে না। বেশিরভাগ সবজির এখন মৌসুম শেষ হতে যাচ্ছে। এজন্য ফলন কম হচ্ছে। এছাড়া বৃষ্টির কারণে সবজি নষ্ট হওয়ায় আরো বেশি সংকট তৈরি হয়েছে। পাইকারি বাজারে কয়েকদিনের ব্যবধানে কাঁচামরিচের সরবরাহ অর্ধেকে নেমেছে। আমাদেরও তাই বেশি দামে কিনে এনে, বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
এদিকে, বৃষ্টির কারণে শাকের বাজার গত দুই-তিন দিনের ধারাবাহিকতায় আজও ঊর্ধ্বমুখী রয়েছে। পুঁইশাক প্রতি আঁটি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায় এবং কুমার শাকের আঁটি পাওয়া যাচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়।
এছাড়া প্রতি আঁটি লালশাক ২৫-৩০ টাকায়, কলমি শাক ২০ টাকা, পালংশাক ৪০ টাকা, পাটশাক ৩০ টাকায়, কচুশাক ৩০ টাকা, মুলা শাক ২৫ টাকা এবং ডাঁটা শাক প্রতি আঁটি ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর