
ঠাকুরগাঁওয়ে জেলার মৃৎশিল্পীদের কর্ম দক্ষতা বৃদ্ধি ও কাজের মানোন্নয়নের লক্ষ্যে ১০ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে সদর উপজেলার আকচা ইউনিয়নের পালপাড়ায় এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনীতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) মেহনাজ ফেরদৌস এর সভাপতিত্বে প্রধান অতিথি এবং প্রধান প্রশিক্ষক হিসেবে বক্তব্য দেন ক্রাফট এন্ড ডিজাইন- আরং, ব্র্যাক এর সিনিয়র কনসালটেন্ট চন্দ্র শেখর শাহা। আরো উপস্থিত ছিলেন স্থানীয় প্রশিক্ষক আশরাফুল ইসলাম শাওন, প্রবীণ মৃৎশিল্পী মহেন্দ্র চন্দ্র পাল ও পুলিং চন্দ্র পাল, প্রশিক্ষণের সমন্বয়ক অ্যাড. রিজভি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাক ঠাকুরগাঁওয়ের জেলা সমন্বয়ক শরিফা খাতুন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পালপাড়ার আটিজনেরা যুগ যুগ ধরে বংশ পরম্পরায় মৃৎ শিল্পের কাজ করে চলেছে। তারা স্থানীয় বাজারের জন্য মাটির ব্যবহার্য্য বিভিন্ন পন্য ও টেপা পুতুল তৈরী করে। যুগের সাথে তাল মেলাতে না পারায় বতর্মান বাজারে এসব পন্যের চাহিদা, মান ও দাম খুবই কম। ফলে বাপ দাদার পেশার প্রতি 'তারা আগ্রহ হারিয়ে ফেলছে। এধরনের প্রশিক্ষণ তাদের পেশায় ফিরিয়ে আনতে এবং কর্মদক্ষতা ও কাজের মানোন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ১০ দিন ব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালায় পালপাড়ার ২০ জন শিল্পীকে প্রশিক্ষণ দেয়া হবে এবং কর্মশালাটি মৃৎ শিল্পিদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং উপকরণ বিতরণ ও প্রদর্শণী আয়োজন এ দুই ধাপে বাস্তবায়িত হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর