
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের ছেলে ইন্তেকাল করেছেন।
শনিবার (৪ অক্টোবর) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় চিফ রিটার্নিং কর্মকর্তার বড় ছেলে মো. তাহসিন উদ্দিন মারা গেছেন। জানা গেছে, গত এক মাস ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন।
তাহসিন উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাবি শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’। জানা যায়, মো. তাহসিন উদ্দিনের জানাজা সকাল ১০টায় ক্যাম্পাসের গিয়াসউদ্দিন আবাসিক এলাকার মসজিদে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা একই দিন বাদ আসর তাঁর নিজ গ্রাম ফেনীতে অনুষ্ঠিত শেষে সেখানে দাফন সম্পন্ন হয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর