
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় আকস্মিক ঝড়ে লণ্ডভণ্ড হয়েছে দুটি গ্রামের দেড় শতাধিক ঘরবাড়ি। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
রোববার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর ও চর নোহালী গ্রামে এ ঝড়ের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত দুই দিন ধরে টানা বৃষ্টি হচ্ছিল। রোববার সকালে বৃষ্টির সঙ্গে আকস্মিকভাবে প্রবল ঝড় বয়ে যায় শ্রুতিধর ও চর নোহালী গ্রামে। মুহূর্তের মধ্যেই দুটি গ্রামের টিনশেড, আধাপাকা ও কাঁচা ঘরবাড়ি ভেঙে যায়। উপড়ে পড়ে অসংখ্য গাছ। গাছের ডাল ও টিনের চাপায় আহত হন অন্তত ১৫ জন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
ঝড়ে এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এতে কালীগঞ্জ ও পার্শ্ববর্তী এলাকায় হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। উপড়ে পড়া গাছের কারণে লালমনিরহাট–বুড়িমারী মহাসড়কে যান চলাচল কয়েক ঘণ্টা বন্ধ ছিল।
ঘটনার পরপরই কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তিনি ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর