
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর এলাকার নেছার পাটোয়ারী (৩২) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রোববার সকাল ৬ টার দিকে মৃত্যুবরণ করেছে। ৮ মাস আগে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে তার মা মাফুজা বেগম মারা যান।
নেছার নারায়ণপুর এলাকার ইউসুফ পাটোয়ারীর ছেলে। দুই বোন এক ভাইয়ের মধ্যে নেছার ছিলেন মেঝো ।সে নারায়ণগঞ্জের সানারপাড় এলাকায় দীর্ঘদিন যাবৎ মুদী দোকানের ব্যবসা করতেন এবং সেখানেই থাকতেন।
পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নেচার পাটোয়ারী গত সাতদিন যাবত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকার বিআরবি ( প্রা:) হাসপাতালে চিকিৎসাধীনে ছিলেন।শনিবার রাতে তার অবস্থা বেগতিক দেখে ওই হাসপাতাল থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৬টায় তার মৃত্যু হয়।
নেছার পাটোয়ারীর মা মাহফুজা বেগম ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়ার শোক না কাটতেই ছেলের মুত্যুতে স্বজনদের মধ্যে হৃদয়বিদারক আহাজারিতে বাতাস বাড়ি হয়ে যায়।
নেছার পাটোয়ারীর পিতা ইউসুফ পাটোয়ারী বলেন, গত সপ্তাহে তার ছেলে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হন। এরপর বিআরবি হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাতে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে। আজ রবিবার সকাল ৬ টায় চিকিৎসা কর্মকর্তা তাকে মৃত ঘোষণা করেন।
পরে নেছার পাটোয়ারীর লাশ মতলবের গ্রামের বাড়ীতে নিয়ে এসে বাদ যোহর মরহুমের নামাজে জানাজা শেষে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করেন ছেলেকে।
সাজু/নিএ
সর্বশেষ খবর