
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার টাকই গ্রামে গলায় ফাঁস দিয়ে কোরআনে হাফেজ শাহজাহারুল (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার বিকেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুল ইসলাম।
পারিবারিক ও থানা সূত্রে জানা যায়, উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাকই পূর্বপাড়া ভূঁইয়া বাড়ির মৃত আব্দুস সামাদের ছেলে হাফেজ মো. শাহজাহারুল মানসিক সমস্যায় ভুগছিলেন। ঘটনার দিন সোমবার দুপুরে পরিবারের সকলের অগোচরে ঘরের ভেতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। জানা যায়, শাহজাহারুল স্থানীয় একটি মাদ্রাসা থেকে কোরআন শিক্ষা গ্রহণ করে হাফেজ হয়েছিলেন।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর