
জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদ্যসমাপ্ত নির্বাচনে রেঞ্জার্স ক্রিকেট একাডেমির কাউন্সিলর হিসেবে অংশ নিয়ে সর্বোচ্চ ৪২ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন। নির্বাচনের পর নতুন বোর্ডে সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন তিনি। দায়িত্ব পাওয়ার পর সংবাদ সম্মেলনে নিজের অনুভূতি প্রকাশ করেন এই অভিজ্ঞ ক্রিকেট সংগঠক।
অতীতে বিসিবিতে দায়িত্ব পালনকালে বেশ কিছু কঠিন সময় পার করতে হয়েছিল ফারুককে। সাংবাদিকরা জানতে চান, সেই অভিজ্ঞতা থাকার পরও কেন তিনি আবার বোর্ডে ফিরলেন? জবাবে ফারুক বলেন, এখন আমরা সামনে এগিয়ে যাব, আমি পিছনে যেতে চাই না। একটা কথা বারবার বলছি এটা একটা পূর্ণাঙ্গ বোর্ড হয়েছে। আমরা সামনের দিকে দেখতে চাই। বাংলাদেশের ক্রিকেট এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত।
তিনি আরও বলেন, মানুষের জীবনে অনেক ধরনের দুর্ঘটনা হয়, কঠিন সময় যায়। কিন্তু এখন আমাদের একটাই লক্ষ্য বসামনের দিকে এগিয়ে যাওয়া। নতুন সভাপতি তিন-চার মাস ছিলেন, এখন তার নেতৃত্বে আমরা একটা পূর্ণাঙ্গ বোর্ড পেয়েছি। আশা করি বোর্ডটা দীর্ঘ মেয়াদে কাজ করবে এবং আমরা পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যেতে পারব।
বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে ফারুক বলেন, সভাপতি বলেছেন, আমাদের সবার লক্ষ্য একটাই বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নেওয়া। আপনারা যারা এখানে বসে আছেন, সবাই চান দেশের ক্রিকেট এগিয়ে যাক। আমরাও সেই একই লক্ষ্য নিয়েই কাজ করব। এই পথে কিছু চ্যালেঞ্জ আসবে, তবে আমরা সেগুলো ট্যাকেল করে এগিয়ে যাব।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
স্পোর্টস এর সর্বশেষ খবর