
চলতি অক্টোবরের প্রথম ছয় দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৫৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার সমপরিমাণ রেমিট্যান্স, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় ৬ হাজার ৭৩৪ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে হিসাব করা হয়েছে)। এর মধ্যে কেবল সোমবার (৬ অক্টোবর) একদিনেই দেশে এসেছে প্রায় ১ হাজার ৫৭৩ কোটি ৮০ লাখ টাকা।
মঙ্গলবার (৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত বছরের অক্টোবরের প্রথম ছয় দিনে রেমিট্যান্স এসেছিল ৫৭ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ, এ বছরের একই সময়ে প্রবাসী আয়ে দুই কোটি ২০ লাখ ডলার বা ৩ দশমিক ৮০ শতাংশ হ্রাস পেয়েছে।
অন্যদিকে, চলতি অর্থবছরের (২০২৪-২৫) শুরু থেকে এখন পর্যন্ত, অর্থাৎ ১ জুলাই থেকে ৬ অক্টোবর পর্যন্ত মোট ৮১৩ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে দেশে। গত অর্থবছরের একই সময়ে (১ জুলাই থেকে ৬ অক্টোবর ২০২৩) প্রবাসী আয় ছিল ৭১১ কোটি ৬০ লাখ ডলার। তুলনামূলক হিসেবে দেখা যায়, চলতি বছরে রেমিট্যান্স বেড়েছে ১০২ কোটি ১০ লাখ ডলার বা ১৪ দশমিক ৩০ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, সরকারি প্রণোদনা, হুন্ডি দমনে কঠোর নজরদারি ও প্রবাসীদের আনুষ্ঠানিক চ্যানেলে অর্থ পাঠানোর আগ্রহ বৃদ্ধির ফলে রেমিট্যান্সে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
কৃষি, অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর