
রংপুরের পীরগাছা থেকে বগুড়ার নন্দীগ্রামে পরকীয়া করতে এসে বিপ্লব কুমার বিপুল (৩৮) নামে এক হিন্দু যুবক আটক হয়েছে। বুধবার (৮ অক্টোবর) ভোর ৪টার দিকে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রংপুর জেলার পীরগাছা উপজেলার তাম্বুলপুর গ্রামের মনিন্দ্রনাথের ছেলে বিপ্লব কুমার বিপুল নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের কৈগাড়ি গ্রামের ইমতিয়াজ হোসেনের স্ত্রীর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরকীয়ার সম্পর্ক গড়ে উঠে।
সেই সম্পর্কের টানে মঙ্গলবার (৭ অক্টোবর) গভীররাতে বিপ্লব কুমার বিপুল ইমতিয়াজ হোসেনের বাড়িতে প্রবেশ করেন। এর একপর্যায়ে বুধবার ভোর ৪টার দিকে বাড়ির লোকজন গ্রামবাসীকে নিয়ে তাকে আটক করে। পরে তাকে নন্দীগ্রাম থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়। সেসময় ইমতিয়াজ হোসেনের স্ত্রী বাড়ি থেকে পালিয়ে যায়।
এ বিষয়ে বিপ্লব কুমার বিপুল বলেন, তার সাথে আমার টিকটকে পরিচয় হয়। আমি এখানে বন্ধু হিসাবে দেখা করতে এসেছিলাম। এখন আমাকে ফাঁসানো হচ্ছে।
নন্দীগ্রাম থানার এসআই সাইফুল ইসলাম বলেন, বিপ্লব কুমার বিপুল নামে এক যুবক বর্তমানে থানা হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে কেউ বাদী হয়ে অভিযোগ করেনি। তাই এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ ঘটনায় পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর