
আন্তর্জাতিক সংস্থা এবং বেসরকারি খাতের মাধ্যমে খাদ্য, চিকিৎসা সরঞ্জাম, আশ্রয় উপকরণ, জ্বালানি ও রান্নার গ্যাস বহনকারী মোট ৬০০টি ত্রাণবাহী ট্রাককে প্রতিদিন ফিলিস্তিনের গাজায় প্রবেশের অনুমতি দেবে ইসরায়েল।
ইসরায়েলের আর্মি রেডিও’র এক প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুদ্ধের সময় গাজা উপত্যকা ছেড়ে যাওয়া ফিলিস্তিনি বাসিন্দাদের রাফাহ সীমান্তপথ দিয়ে নিজ এলাকায় ফেরার অনুমতি দেবে ইসরায়েল।
গাজার দক্ষিণ দিক থেকে উত্তর দিকে সালাহ আল-দিন ও আল-রশিদ সড়ক দিয়ে ট্রাকগুলো চলাচল করতে পারবে বলে প্রতিবেদনে জানানো হয়।
গাজার বাসিন্দারা রাফাহ সীমান্তপথ দিয়ে মিশরে প্রবেশ করতে পারবেন, যা ২০২৫ সালের জানুয়ারির চুক্তির একই প্রক্রিয়া অনুসারে কার্যকর হবে। তবে এই চলাচল ইসরায়েলের অনুমোদনসাপেক্ষে এবং ইউরোপীয় ইউনিয়নের তত্ত্বাবধান ও পরিদর্শনের অধীনে হবে।
মিশরে যাওয়ার ক্ষেত্রে গাজাবাসীর সংখ্যায় কোনো সীমাবদ্ধতা থাকবে না। এ ব্যবস্থার ফলে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর প্রথমবারের মতো মিশরের মাধ্যমে গাজা ছেড়ে যাওয়া বাসিন্দারা আবার গাজায় ফিরতে পারবেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, মিশরের সঙ্গে সমন্বয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই গাজাবাসীদের প্রত্যাবর্তন কার্যক্রম শুরু হবে।
সূত্র: আল জাজিরা।
সাজু/নিএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর