
সারাদেশের ন্যায় রৌমারীতে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রবিবার সকাল ৯টা ৩০ মিনিটে ৪নং সদর রৌমারী ইউনিয়নের নটান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রৌমারী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন।
এক মাসব্যাপী এই ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে এক ডোজ ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়া হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র থেকে জানা গেছে, জন্মসনদ না থাকা শিশুরাও এই টিকার আওতায় আসবে, যাতে কেউ বাদ না পড়ে। এটি দেশের প্রথম জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি। ভারতের সেরাম ইনস্টিটিউট কর্তৃক তৈরি এই টিকা সরকার পেয়েছে আন্তর্জাতিক ভ্যাকসিন সহায়তা সংস্থা গ্যাভির সহায়তায়। সারাদেশে প্রায় পাঁচ কোটি শিশুকে বিনামূল্যে ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়া হবে বলে জানা যায়।
রৌমারী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ জানান, রৌমারীতে ৬৮ হাজার ৩৬৬ জন শিশুকে বিনামূল্যে এক ডোজ ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়া হবে। প্রথম দিনে ২৩১৩ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, "স্কুল বন্ধ থাকায় নিবন্ধন কিছুটা কম হয়েছে, তবে আমরা ধারণা করছি আমাদের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারব। প্রতিটি শিশুকে টাইফয়েডের টিকার আওতায় আনতে আমরা কাজ করে যাচ্ছি।" তিনি সকল অভিভাবককে নিজ নিজ সন্তানের টিকাদান নিশ্চিত করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকসানা রায়হান, সহকারী শিক্ষকবৃন্দ, স্বাস্থ্য পরিদর্শক মজিদা খাতুন, প্রধান সহকারী আনোয়ারুল ইসলাম, সিনিয়র স্টাফ নার্স ধরমেন্দ্র, স্বাস্থ্য সহকারী জহুরুল ইসলাম সহ প্রমুখ।
কুশল/সাএ
সর্বশেষ খবর