
"যুবকরা একটি জাতির প্রাণশক্তি। তারা গড়তে পারে, আবার ভাঙতেও পারে। তাই মাদকমুক্ত, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি আদর্শ সমাজ গঠনে তারুণ্যে ভরা একদল প্রতিশ্রুতিশীল যুবকের কোনো বিকল্প নেই।"
রোববার (১২ অক্টোবর) বিকেলে গাজীপুরের কালিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নে আয়োজিত এক যুব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মো: খায়রুল হাসান।
তিনি আরও বলেন, "বাংলাদেশ জামায়াতে ইসলামী সততা, দক্ষতা এবং নৈতিকতার সমন্বয়ে এমন একদল যুবক তৈরি করতে চায়, যারা বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে তুলে ধরবে।"
গাজীপুর-৫ আসনকে একটি মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে খায়রুল হাসান বলেন, "আমরা আমাদের প্রিয় এই আসনকে নবীন-প্রবীণের সমন্বয়ে একটি শান্তি ও সমৃদ্ধির মানবিক জনপদ হিসেবে গড়ে তুলব, ইনশাআল্লাহ। যুবকদের জন্য প্রয়োজনীয় খেলার মাঠ ও ক্রীড়া সামগ্রী নিশ্চিত করা হবে। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তাদের আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হবে এবং নৈতিক মূল্যবোধ বিকাশের জন্য ধর্মীয় চর্চা বৃদ্ধি করা হবে।"
বাংলাদেশ জামায়াতে ইসলামী, কালিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে নরুন উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। কালিগঞ্জ উপজেলার সাবেক যুব বিভাগের সভাপতি হাফেজ এএসএম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগরীর গাছা থানা আমীর মো: মিয়াজ উদ্দিন, জাঙ্গালিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জাকির হোসেন, ইউনিয়ন সেক্রেটারি আব্দুল আউয়ালসহ স্থানীয় নেতৃবৃন্দ। খেলাটির উদ্বোধন করেন অ্যাডভোকেট লুৎফর রহমান প্রধান।
টুর্নামেন্টের উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় জাঙ্গালিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ও ৫ নং ওয়ার্ড একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে। খেলায় ৯ নং ওয়ার্ড বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। বিপুল সংখ্যক ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে খেলাটি অনুষ্ঠিত হয়, যা দর্শকদের জন্য অত্যন্ত উপভোগ্য ছিল।
খেলা শেষে প্রধান অতিথি মো: খায়রুল হাসান এবং অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ীদলের হাতে পুরস্কার তুলে দেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর