
চট্টগ্রাম থেকে জামালপুরগামী বিজয় এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে গৌরীপুর রেলওয়ে জংশন ফাঁড়ি পুলিশ।
রোববার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে ট্রেনটি গৌরীপুর স্টেশনে পৌঁছালে পাওয়ার কার থেকে রক্তপাত লক্ষ্য করেন কর্তব্যরত কর্মীরা। পরে ফাঁড়ি পুলিশ গিয়ে সেখানে একজন যাত্রীর নিথর দেহ খুঁজে পায়। উদ্ধার হওয়া মৃত ব্যক্তির নাম হাজী রহমান (৬৫)। তিনি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার মেদনী গ্রামের বাসিন্দা এবং মৃত ওয়াহেদ আলীর ছেলে। মরদেহের সাথে থাকা মোবাইল ফোনের সাহায্যে যোগাযোগ করে তাঁর পরিচয় শনাক্ত করে পুলিশ। গৌরীপুর রেলওয়ে জংশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার শফিকুল ইসলাম জানান, "পাওয়ার কার থেকে রক্ত পড়তে দেখে আমরা দ্রুত সেখানে যাই। ভিতরে গিয়ে দেখি একজন ব্যক্তি নিস্তেজ অবস্থায় পড়ে আছেন। ধারণা করা হচ্ছে, জানালায় আঘাত পেয়ে তাঁর মৃত্যু হতে পারে।" মৃত হাজী রহমানের ছেলে আনোয়ার হোসেন বলেন, "আমার বাবা এক সপ্তাহ আগে কুমিল্লায় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
আজ তিনি বিজয় এক্সপ্রেস ট্রেনে করে বাড়ি ফিরছিলেন। দুপুর ১২টা পর্যন্ত তাঁর সঙ্গে মোবাইলে কথা হয়েছিল। এরপর বারবার ফোন করলেও আর যোগাযোগ সম্ভব হয়নি। পরে গৌরীপুর রেলওয়ে পুলিশের মাধ্যমে বাবার মৃত্যুর সংবাদ পাই।" গৌরীপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মোরশেদ আলী বলেন, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের ভিতরে কোনোভাবে মাথায় আঘাত পেয়ে তাঁর মৃত্যু হয়েছে। তদন্তের স্বার্থে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। মরদেহটি ময়মনসিংহ রেলওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।" এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর