
গাজীপুরের কালীগঞ্জে অগ্নি-নির্বাপণ মহড়া, বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালিত হয়েছে। “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ব্যবস্থাপনায় সোমবার (১৩ অক্টোবর) এই কর্মসূচি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা একটি অগ্নি-নির্বাপণ মহড়া প্রদর্শন করেন। এ সময় তারা অগ্নিকাণ্ডের ঘটনায় করণীয়, আগুন নেভানোর কৌশল এবং জরুরি উদ্ধার কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। মহড়াটি উপস্থিত শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরি করে।
এর আগে, একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়, যা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসে শেষ হয়। র্যালীতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল-কলেজের শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.টি.এম. কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও এ.টি.এম. কামরুল ইসলাম বলেন, "দুর্যোগ হঠাৎ করেই আসে, কিন্তু পূর্বপ্রস্তুতি ও সমন্বিত উদ্যোগ থাকলে এর ক্ষয়ক্ষতি বহুলাংশে কমিয়ে আনা সম্ভব। ফায়ার সার্ভিসের মহড়াটি আমাদের শিখিয়েছে কীভাবে প্রাথমিক পর্যায়ে বিপদ মোকাবিলা করতে হয়। সরকারের পাশাপাশি প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যেকোনো দুর্যোগ মোকাবিলা করে একটি নিরাপদ সমাজ বিনির্মাণ করতে হবে।"
অনুষ্ঠানে উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, স্থানীয় বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর