
ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতনসহ ১০ দফা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শেফার্ড গ্রুপের শ্রমিকরা। সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার কাঁঠালী এলাকায় শ্রমিকরা প্রায় দেড় ঘণ্টা ধরে অবস্থান নেন।
এই অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে জনদুর্ভোগ দেখা দেয়। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে। প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের দাবিগুলো পর্যালোচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রমিকদের উত্থাপিত ১০ দফা দাবির মধ্যে রয়েছে:
১. সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন অবিলম্বে পরিশোধ করতে হবে।
২. প্রতি মাসের বেতন মাসের ১০ তারিখের মধ্যে প্রদান করতে হবে।
৩. আজকের শান্তিপূর্ণ আন্দোলনের কারণে কোনো শ্রমিককে চাকরিচ্যুত করা যাবে না।
৪. ওভারটাইম হার পূর্বের মতো ৬৮% রাখতে হবে, বর্তমান ৫২% হার বাতিল করতে হবে।
৫. হাজিরা বোনাস ১,০০০ টাকা নির্ধারণ করতে হবে।
৬. টিফিন বিল ১৫ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করতে হবে।
৭. প্রতিদিন ন্যূনতম ৪ ঘণ্টা ওভারটাইম দিতে হবে।
৮. অবসর গ্রহণের পর পেনশন ও ফান্ডের টাকা দুই মাসের মধ্যে পরিশোধ করতে হবে।
৯. শ্রমিকদের সর্বনিম্ন বেতন ১০,৪১৭ টাকা নির্ধারণ করতে হবে।
১০. প্রতি বছর ন্যূনতম ১০% হারে বেতন বৃদ্ধি করতে হবে।
শ্রমিক নেতারা বলেন, শেফার্ড গ্রুপের বিভিন্ন সেকশনে প্রায় তিন হাজার শ্রমিক কাজ করছেন, এর মধ্যে জিংস সেকশনে ৬৭০ জন কর্মরত। দীর্ঘদিন ধরে এসব দাবি জানানো হলেও কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। তাই বাধ্য হয়েই তারা সড়কে নেমেছেন। দাবিগুলো বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
শেফার্ড গ্রুপের জেনারেল ম্যানেজার মো. মোখলেছুর রহমান বলেন, "শ্রমিকদের দাবিগুলো নিয়ে আলোচনা চলছে, দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।"
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ময়মনসিংহ জোন-৫-এর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান বলেন, সাধারণত শ্রমিকদের বেতন ১০ তারিখের পর দেওয়া হয়। তবে এবার ২৩ তারিখে দেওয়ার ঘোষণা দিলে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে অবরোধে নামেন। পরে আলোচনায় সিদ্ধান্ত হয়, ২০ অক্টোবরের মধ্যে বেতন পরিশোধ করা হবে।
সর্বশেষ খবর